তীব্র গরমে পুড়ছে দক্ষিণ থেকে উত্তর,লাল সতর্কতা জারি ৮ জেলায়!

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: তীব্র তাপপ্রবাহের সমস্ত রেকর্ড বেক করেছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে। গরমে হাঁসফাঁস করছে দক্ষিণ থেকে উত্তরেও। এরই মধ্যে আবহাওয়া সম্পর্কে আশঙ্কার কথা জানালেও আবহাওয়া দপ্তর।

এখনোই রেহাই নেই তাপপ্রবাহ থেকে।বুধবার দক্ষিণ বঙ্গে ৮ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর , এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়াও অন্যান্য জেলাতেও থাকছে কমলা সতর্কতা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের বেশি কিছু জায়গায় থাকছে লাল সতর্কতা।

মঙ্গলবার কলকাতায় পারদ চড়েছিল ৪৩ ডিগ্রি। এদিনও কলকাতা ও আসে পাশের অঞ্চল গুলিতে থাকতে পারে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ তেও চলছে তীব্রতাপপ্রবাহ।এদিন উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহ বজায় থাকবে ।আপাতত এখনো পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস নেই।

Comments (0)
Add Comment