Prime Time All The Time

বাজেট ২০২৪:- নতুন সংসদ ভবনে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ, তিনটি বিশেষ রেল করিডর তৈরির প্রস্তাব

0 58

আজ প্রথমবার নতুন সংসদ ভবনে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। গত ১০ বছরে অর্থনীতিতে নতুন গতি এসেছে। একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়েছে দেশ। আসন্ন লোকসভা ভোটের আগে এবার অন্তর্বর্তী বাজেট। সচরাচর অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা কমই থাকে। কিন্তু কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের প্রথম দফায় ২০১৯ সালে লোকসভা ভোটে ফায়দা তুলতে অন্তর্বর্তী বাজেটেও বেশ কিছু বড় ঘোষণা করে চমক দেওয়া হয়েছিল। এবারও বিজেপি একই রাস্তায় হাঁটতে পারে বলে মনে করছিল বিশেষজ্ঞরা। কিন্তু সেই পথে হাঁটলেন না অর্থমন্ত্রী। এক ঝলকে দেখে নিন কী কী মিলল বাজেটে?

  • অন্তর্বর্তী বাজেটে আয়করের বোঝা কমবে? বর্তমান রয়েছে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ দু’রকম কর কাঠামো। কেন্দ্রের নিয়ম অনুয়ায়ী আয়কর দাতারা যে কোনও একটি কর কাঠামো বেছে নিতে পারেন। প্রত্যক্ষ ও পরোক্ষ করে কোনও পরিবর্তন করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্বাচনের বছর হওয়ায় এই নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হল না বলে জানিয়েছেন তিনি। নতুন কর কাঠামো অনুযায়ী, বছরে 7 লাখ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না এক টাকাও কর।

 

  • আত্মনির্ভর ভারত: এদিন বাজেট বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, করোনা অতিমারির সময় ৮০ কোটি মানুষকে রেশন দেওয়া হয়েছে। আত্মনির্ভর ভারতের দিকে এগিয়েছে ভারত।
  • পরিকাঠামো ও মূলধনী খাতে একলাফে অনেকটা খরচ বাড়াল কেন্দ্র। জিডিপির ৩ শতাংশ। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্র।
  • সৌরবিদ্যুৎ:কার্বন নিঃসরণ কমাতে বাজেটে একাধিক বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জোর দিয়েছেন সৌর বিদ্যুত পরিষেবায়। সংসদে নির্মলা বলেন,এক কোটি বাড়ির ছাদে বসানো হবে সৌর প্যানেল। বিনামূল্যে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন এই পরিবারের সদস্যরা।
  • ৮৩ লাখ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে দেশে। মহিলাদের ক্ষমতায়ন হচ্ছে। এর ফলে এক কোটি মহিলা স্বনির্ভর হয়েছেন। ।

 

  • GDP নতুন ব্যাখ্যা: GDP-র নতুন ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। GDP-কে গভর্নেন্স, ডেভলপমেন্ট ও পারফরম্যান্স বলে উল্লেখ করেছেন নির্মলা সীতারমন।
  • মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

  • রেল নিয়ে বাজেটে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪০ হাজার কোচকে বন্দে ভারতের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন তিনি। মেট্রো সম্প্রসারণে সরকার সব রকমের সহযোগিতা করবে বলে ঘোষণা করেন নির্মলা।

 

  • ২০২৪-২০২৫ অর্থবর্ষে কর বাবদ সরকারের আয় ৩০.৮০লক্ষ কোটি টাকা। খরচ হয়েছে ৪৭.৬৬ লক্ষ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি হতে পারে জিডিপির ৫.১ শতাংশ। আয়কর জমা বেড়েছে ২.৪ গুণ।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.