Prime Time All The Time

শ্রমিক দিবসের দিন বন্ধ হয়ে গেল চা বাগান

0 13

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:  শ্রমিক দিবসের দিন বন্ধ হয়ে গেল ডুয়ার্সের তোতাপাড়া চা বাগান। মে দিবসের প্রাক্কালে রাতের অন্ধকারে বাগানে কর্মবিরতির নোটিশ জারি করা হয়েছে বাগান কর্তৃপক্ষের তরফে। যার ফলে শ্রমিক দিবসেই কর্মহারা হয়ে গেল তোতাপাড়া চা বাগানের প্রায় ৮৫০ জন চা শ্রমিক।বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনা গন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল। কর্মবিরতির কারন হিসেবে শ্রমিকদের একাংশের ঘাড়ে দোষ চাপিয়ে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেই সাথে চরম আর্থিক সংকটের মত বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে। যদিও শ্রমিকরা সম্পূর্ণ বেআইনিভাবে বাগানটিকে বন্ধ করা হল বলে জানিয়েছেন। তাঁরা দ্রুত বাগান খোলার দাবিতেও সরব হন।

বাগান শ্রমিকদের অভিযোগ, পিএফ, গ্র্যাচুইটির মত অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের ৩ পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায়। ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে। গত ২৭ এপ্রিল এর বিহিত চেয়ে শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে সামিল হন। এরপর বানারহাট বিডিও অফিসে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না। প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তাঁরা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন। সেটা এদিন দেওয়াও হয়। তারপরই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয়। পুলিশ প্রশাসনকেও তাঁদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয়। তবে এদিন বন্ধ কারখানার সামনেই মে দিবস পালন করল শ্রমিকরা।

Leave A Reply

Your email address will not be published.