Prime Time All The Time

উদয়ন গুহকে ভোটের দিন যাতে রাস্তায় না দেখা যায় বিস্ফোরক শুভেন্দু

0 18

এসএন মিডিয়া,কোচবিহার: প্রচার শেষের পর ৪৮ ঘন্টা পর যেন উদয়ন গুহকে বাইরে দেখা না যায়। কোচবিহারে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে এমনটাই অনুরোধ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা দাবি শুভেন্দু অধিকারী। অর্থাৎ উদয়ন গুহকে নজর বন্দি করার দাবি জানালেন শুভেন্দু।

 

নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহার জেলার নাটাবাড়িতে এক জনসভার আয়োজন করা হয়। সেই জনসময়ের বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। সভা থেকে উদয়নকে তোপ দাগেন শুভেন্দু। তিনি জানান, জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জনের নাম দিয়েছিল হাইকোর্টে। রাজ্যের শাসক দলের যে তাবড় তাবড় নেতা-মন্ত্রীরা দুর্নীতির জালে জড়িয়ে, যাদের আপাতত ঠিকানা গড়াদের ওপার তাদের একে একে নাম উল্লেখ করেন শুভেন্দু। তার মতে এবার পালা উদয়ন গুহুর। তাই নির্বাচন কমিশনের কাছে তার অনুরোধ ভোট ভোটের প্রচার শেষের পর উদয়ন গুহকে যেন নজর বন্দি করা হয়।

ভোটের আগে শাসক বিরোধী একে অপরকে সুযোগ পেলেই তুলোধোনা করে। এই ছবি বা ঘটনা নতুন কিছু নয়। তাই শুভেন্দুর এই অভিযোগের পাল্টা অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র পার্থ প্রতিম রায়। আসলে উদয়ন গুহকে নির্বাচন কমিশনের নজরদারি রাখার পরিকল্পনা অনেকদিন ধরেই চলছে। যা শুভেন্দু আজ বলে রাখলেন। বিস্ফোরক এই অভিযোগ পার্থ প্রতিম রায়ের।
ভোটের ময়দানে নিজেদের মাটি শক্ত করতে উঠেপড়ে লাগে প্রতিটি রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি সত্যি নিশীথকে এভাবে আটকানোর পরিকল্পনা চলছে? নাকি তৃণমূলের একের পর এক দুর্নীতি যেভাবে বেরিয়ে আসছে, কাঠগড়ায় উঠতে হচ্ছে নেতা মন্ত্রীদের! তবে কি এবার সত্যি নিশীথের পালা? শুভেন্দুর অনুরোধে কী পদক্ষেপ করে নির্বাচন কমিশন! জল কোন দিকে গড়ায় এখন তা দেখার অপেক্ষা।

 

Leave A Reply

Your email address will not be published.